ঈশান কোনে ঝড়ের নিশান,জোরসে-জোর লাগাও
খুলে দাও পাল,কষে ধরো হাল,তরীখানি সামলাও l
ভেবে আপনার,যা ছিলো আমার,সোঁপেছি তোমারি হাতে
দিয়ে কথাখানি,রাখবেই জানি,দুর্যোগে এই রাতে l
মেঘ গর্জন ছাইলো গগন,ক্ষুব্ধ ঊর্মিমালা,
তীব্র বাতাস ছাড়ে নিঃশ্বাস,সমাগত কালবেলা l
ঝোড়ো বায়ু বল ছিড়ে দিল পাল নিমেষের ফুৎকারে,
ভেঙে গেলো হাল,নদী উত্তাল,ডিঙিটি রইলো পড়ে l
যেদিকে তাকাই নিরাশাই পাই,কোথায় নদীর কূল !একূল ওকূল,গিয়েছে সকল,হয়েছি ছিন্নমূল l
ককিয়ে শুধাই,"ও মাঝি ভাই!কিভাবে যাবো ওপারে?"
বিস্মিত আঁখি,সচকিতে দেখি,সে গেছে আমায় ছেড়ে l
তারস্বরে ডাকি,"মাঝি শুনছো কি!আমায় নাও হে সাথে!"
কাতর বার্তা,পায় ব্যর্থতা,ব্যস্ত সে সাঁতরাতে l
শুধু অতিকায় স্বপ্ন দেখায়,কেউ কথা রাখে না !
ভুল ভেঙে যায়,একা অসহায়,মাঝি আর ফেরে না ll