যারা কাল নিভে গেল প্রায়ান্ধকারে
প্রকারান্তরে
নিরুপায়,খুঁজেছিল একমুঠো ভাত
গিয়েছে মৃত্যুর দেশে,বুকে নিয়ে জ্বলন্ত আঘাত !
অথচ কি বিস্ময় ! আজ দ্বিপ্রহরে,
নৈঃশব্দ্য চিড়ে তাঁরা খবরে খবরে
পৌছলো এদেশের প্রতি ঘরে ঘরে l
চূড়ান্ত হন্যে তবু যারা কাল পায়নি খাবার,
ঘুমন্ত দৈত্যের কানে দিয়ে গেল শেষ সমাচার,
ভালো নেই মানুষ, হে " ডিজিটাল ইন্ডিয়া ",
প্রচারসর্বস্ব তুমি ব্যর্থ ইউটোপিয়া !