দৃশ্যপট-১
" হয় মৃত্যু নয় মুক্তি"
"তোমরা আমাকে রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেব"
কি আশ্চর্য মিল না দিন বদলের স্বপ্ন দেখা মানুষগুলোর চোখে !
হত্যার প্রাক মুহূর্তে দ্বিতীয়জনকে আততায়ী প্রশ্ন করে-"তুমি কি বাঁচার চিন্তা করছো ?"
দ্বিধাহীন বলিষ্ঠ উত্তর আসে-"না,আমি শুধু বিপ্লবের অমরত্ব নিয়ে চিন্তা করছি l"
বাকিটা ইতিহাস...
সময় এগিয়ে চলে...
দৃশ্যপট-২
দিন বদলের পতাকা নতুন প্রজন্মের হাতে,
গনতন্ত্রের নামে আধা সামন্ততান্ত্রিক কাঠামো এখনো বজায় রয়েছে তথাকথিত ধর্মনিরপেক্ষ গনতান্ত্রিক রাষ্ট্র গুলিতে,
পৃথিবীর ছ'শো কোটির চারশো কোটি দারিদ্র্যসীমার নিচে,
প্রেক্ষাপট প্রস্তুত...
শুধু সময়ের দাবী মেনে ভরা দেশলাই বাক্সের একটা কাঠি জ্বলে ওঠবার অপেক্ষামাত্র...
দৃশ্যপট-৩
আজ কোনো এক দুর্বল মুহূর্তে পাঁচ কেজি চাল বা কিছু টাকার বিনিময়ে নিজেকে শাসন করবার অধিকার তুলে দিয়ে এলাম পৃথিবীর ঘোড়া কেনাবেচা কারবারিদের হাতে...
একবার তলিয়ে দেখলাম না দুর্বল মুহূর্তটি তৈরি হওয়ার কারণ...
দৃশ্যপট-৪
নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা প্রচারিত হয়েছে,
কেউ একজন হারিয়ে গিয়েছে...
তার পরনে জিন্টস এর প্যান্ট এবং টি-শার্ট,তাতে চে গুয়েভারার প্রতিকৃতি...
দৃশ্যপট-৫
আমার আমিকে হারিয়ে ফেলেছি...
প্রেক্ষাপট প্রস্তুত ছিল,
সঠিক সময়ে জ্বলে ওঠা হল না...
রেড করিডোর ডেকেছিল,
সশস্ত্র অবস্থানে দাঁড়ানো গেল না...
ঠিক করতে হবে,এগোবো না পিছোব l
আবার সামনে ন'ই অক্টোবর প্রশ্ন রেখে যাবে l