কত সুখে আসা সাধের চাঁট-গাঁ ছেড়ে
মেঠো সোঁদা মাটি আর ভাটিয়ালি গান,
দ্বীপান্তরী এ কলজেখানাকে ফেঁড়ে
পোড়ে ফেলে আসা জন্ম ভিটের টান l
বিঘে বিঘে জমি আম কাঠালের গাছ
কে যে ছেড়ে যায়,যেতে চায় অবশেষে,
গোলা ভরা ধান,পুকুর ভরানো মাছ
আগামীকে বলা,সে তো আজও ভালোবেসে l
নদীমাতৃক সাধের পূন্যতোয়া
মা মা বলে প্রেম বিলালো কত বাউল,
কত সিঁথি দিলো সিঁদুর,হাতের নোয়া
তুলসীতলার শূন্য ভাঙা দেউল l
সেবার মাটিতে আত্মদানের সাড়া
বুকের গহীনে-"এবারের সংগ্রাম....
এখন বসত সুদূর কলোনী পাড়া
এখনো কি ভাবো নিভৃতে চট্টগ্রাম l
যদি ডাকো তবু চিরচেনা নাম ধরে
যদি পেতে দাও শ্যামল আঁচলখানা,
নরম মাটির আলপথ ধরে ধরে
পথ খুঁজে নেবে পথের শেষ ঠিকানা l
ভাঙ্গা রেডিয়োর খবরে সজাগ কান
মুখে বিড়বিড়-"আমাগো তো দিন শ্যাষ,
দূরে হউক তবু বাঁচি থাক সন্তান
বাঁচি থাক মোর লাল সবুজের দ্যাশ l"