যদি বন্ধু বলে ভাবো,
দুঃখ-সুখের আধার আলোয়,
জীবনের সব মন্দ-ভালোয়,
বিজন রাতে একলা পথে,
সঙ্গী তোমার হবো !
যদি বন্ধু বলে ভাবো !!
যদি বৈরী বলে ভাবো,
তোমার দেওয়া সকল আঘাত,
অভিযোগের সব ধারাপাত,
মাথায় নিয়ে লাঞ্ছনা সব,
পথ ছেড়ে দাঁড়াবো !
যদি বৈরী তোমার ভাবো!!
ভালোবাসো,যদি ভাবো,
বিরহ মিলন আশা নিরাশায়,
রাঙিয়ে তোমার আমার হৃদয়,
জীবন গাঙের জোয়ার ভাঁটায়,
তরীখানি ভাসাবো !
ভালোবাসো, যদি ভাবো !!
যদি ঘৃণিত বলে ভাবো,
বেদনা ঢেকে হৃদয় মাঝে,
তোমার সকল দিবস সাঁঝে,
তোমার পথের প্রদীপতলার,
আঁধারেতে পড়ে রবো !
যদি ঘৃণিত বলে ভাবো!!
যদি তুচ্ছ বলে ভাবো,
অবহেলা সব নীরবেতে সয়ে,
একটা স্বপ্ন বুকে বয়ে নিয়ে,
একদিন এই ধরনীর পড়ে,
চিন্হ রেখে যাব !
যদি তুচ্ছ বলে ভাবো !!!