আমি ভীত প্রকম্পিত আজ
দেখ দেখ দেখ চেয়ে,আমারই মতন ভীত এ গোটা সমাজ
দাঁড়িয়েছি তোমারি পিছনে
নিঃশব্দে নিঃশর্ত সমর্থনে
আমারও তো ভয় আছে কিছু হারাবার
কিছু বিমূর্ত দায়ভার,
আমাকে সন্ত্রস্ত করে রক্তচোখ,ক্রুদ্ধ রাজরোষ
ভীত আমি ক্রমাগত করছি আপোষ,
আমাকে করেছো তুমি বারংবার খুন
তবু তোমার রক্তাক্ত হাতে জঠরের ভ্রূণ
তুলে দিতে গিয়েছি যখনই
শুনেছি অমোঘ এক মহামন্ত্রধ্বনি
" অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন তৃণসম দহে l"
জাগ্রত বিবেক,নেব ন্যুনতম ঝুঁকি
আগামীর বিনিময়ে পারবো না আজ হতে সুখী
রেখে যাব পথ
এ আমার স্পষ্ট অভিমত
যদি ব্যর্থ হই তবে থেকে যাবে বিপদ নিশানা
যদি সাফল্য আসে,দিয়ে যাব পথের ঠিকানা ll