মাটির পৃথিবী থেকে সহস্র আলোকবর্ষ দূরে তারো দূরে
আকাশের ছায়াপথে, জ্যোতিষ্কের ভীড়ে
উজ্জ্বল যে তারাটি আঁধিয়ার রাত্রিকে আলো দিয়ে যায়,
আশা নিরাশায়,
সকলের অজ্ঞাতে,দূরে অগোচরে
সে তারা তো বহুকাল আগে গেছে ঝরে,
খসেছে অস্তিত্বটুকু, মুছে গেছে শেষ পরিচয়,
স্পষ্ট দেখেছি তাঁকে সভ্যতার মুখবন্ধে নাম ভুমিকায় l
সমকাল উদাসীন,কোনো এক অত্যাসন্নকালে
যদি খোঁজো খেয়ালে বা মৃদু কৌতুহলে,
দিকচক্রবালে,
পাবে তাঁর হাতছানি, পাবে তাঁর আলো...
সেদিন নতুন করে যদি বাসো ভালো,
অশরীরি আলোর সে রেশটুকু ধরে,
পথদিশা পেয়ে যাবে মাথার উপরে l
হে আগামী, খুঁজো তাঁকে চেতনার প্রান্তসীমায়,
স্পষ্ট আভাস পাবে, এভাবেও ফিরে আসা যায় ll