বাড়িতে ফেরার পথে সেদিন সন্ধ্যা রাতে,
প্ল্যাটফর্মে থমকে দাঁড়াই ব্যস্ত শিয়ালদায়,
ভীড় ঠেলে গিয়ে দেখি ঘোর বিস্ময়ে,একি!
রেলে কাটা পড়ে মারা গেছে দীনু রায় l
নিত্যদিন যাত্রাপথে রোজই দেখা তাঁর সাথে,
মুখোমুখি হলে হতো হাস্য বিনিময়,
এভাবেই ক্রমে ক্রমে ভাব-সাব ওঠে জমে,
দীনবন্ধুর সাথে রেলে পরিচয় l
পায়ে পড়া ছেঁড়া চটি গায়ে মলিন জামাটি,
রিপু করে পড়া প্যান্ট করুনা জাগায়,
মুখ ভরা দাড়ি বাসি অভাবী সে মুখে হাসি,
সরল স্বভাব তাঁর মন কেড়ে নেয় l
দিয়েছিল সে পাশ গণিত শাস্ত্রে অনার্স,
ছিল স্বপ্নের হাতছানি আকাশে ওড়ার,
কাঁধে গোটা সংসার একমাত্র রোজগার,
স্বেচ্ছামৃত্যু দিয়েছিল সম্ভাবনার l
বাস্তব কঠিন ঠাঁই উচ্চাশার স্থান নাই,
বহু চাকরি প্রার্থী ঘুরে ফেরে অসহায়,
চারিদিকে বন্ধ দ্বার আশাভঙ্গ প্রচেষ্টার,
নিজেকে সে সঁপে দেয় হকারি পেশায় l
বলেছিলো একদিন হাসিমুখে অমলিন,
"দিন না দাদা একটা যোগ্য কাজের সন্ধান !
অনেক তো চেনাশোনা আছে এমন ঠিকানা?
প্লিজ, একটু জানাবেন? যদি খোঁজ পান?"
এখনও স্থবির প্রায় দাড়িয়ে আমি শিয়ালদায়,
তাঁর টুকরো দেহাংশ পলিথিনে মোরা,
বাঁশে তুলে নিয়ে যায় মন পিছে পিছে ধায় ,
দুচোখ ঝাপসা জলে ভরা l
দীনু রায়! দীনু রায়! নীরবে প্রশ্ন রেখে যায়,
"প্লিজ!...দিন না যদি খবর থাকে?"
বেপরোয়া ঝড় আসে জীবনের চোরাপথে,
আজ যার মধুমাস,সে কি তার খোঁজ রাখে ?