কখনো ভেবেছ ? কতটা স্বচ্ছ ফাঁকা আওয়াজের বুলি ?
কত শত মা'র বুক খালি হল,
রক্ত মাটির তৃষ্ণা মেটালো,
কিসের জন্য মানুষ শূন্য প্রান্তিক গ্রামগুলি !
এ কোন শাসন ! এ কেমন আইন !
বিরোধী মানেই ফ্রাঙ্কেনস্টাইন ?
এ জনতা জানে, প্রশাসন মানে প্রতিদিনই দলাদলি !
দাম্ভিক তার নিজস্বতায়,
আস্ত দেশটা গিলে খেতে চায় !
ভেতরে ফ্যাসিস্ট,মুখে কমিউনিস্ট প্রচারের নামাবলি !
বিরোধিতা আজ কুৎসিত হীন !
ভুলেছ অতীত ! এতো উদাসীন !
এতটা নগ্ন, এত নিমগ্ন ক্ষমতার চোরাগলি ?
রুদ্ধ কপাট,ভীত জনগণ,
উন্নয়নের লৌহ শাসন !
রক্ত চক্ষে জনসমক্ষে চেতনাকে দিলে গালি !
দিকে দিকে শুধু তোমার নিশান,
বহু বুকে জমা ক্ষোভ অভিমান,
আষাঢ়ে গল্প,এখনো শিল্প,বহু হাত আজও খালি l
পাদপ্রদীপের আঁধারে জীবন,
বিক্রি হয়নি এখনও এ মন,
আজও নিঃশ্বাস করে বিশ্বাস লড়াই নয় মামুলি l
মার খাবো,দৃঢ় হবে মনোবল,
জ্বলবে এ বুকে ঘৃণার মশাল,
শত ইনক্লাব চাইবে জবাব, জানবে পথের ধুলি ll