নিঝুম শ্মশান,জন-মনিষ্যি নেই কোন তল্লাটে
স্তব্ধ রাস্তা ঘাটে l
মোড়ে মোড়ে কিছু সারমেয় আর কতক উর্দিধারী
বিদ্যুৎ বেগে হর্ণ দিতে দিতে কাটিয়ে ছুটল গাড়ী l
ব্যবধান রেখে সন্তর্পনে ফিরে গেল কিছু লোক
রোগটা সংক্রামক l
চোখের সামনে খুলে দিল কেউ শেষ নরকের দ্বার
মুঠোর মতন ছোট্টখাট্টো পৃথিবীর কারাগার l
এখন এখানে জমাট আঁধার,ওখানে কে বসে একা ?
বহুদিন পর হঠাৎ আবার নিজের সঙ্গে দেখা l