যুদ্ধ যুদ্ধ যারা বলেছিল আদৌ যুদ্ধে যায়নি
যুদ্ধক্ষেত্রে গিয়েছিল যাঁরা তাঁরা সে যুদ্ধ চায়নি
লালকেল্লায় তৃপ্ত ঢেকুর
তুলে যদি চাও যুদ্ধ হুজুর
চেয়ে দেখো দেশে মুটে মজদুর দুবেলা দুমুঠো পায়নি
যুদ্ধক্ষেত্রে গিয়েছিল যাঁরা তাঁরা সে যুদ্ধ চায়নি l
যুদ্ধংদেহি যারা বারোমাস
উচ্চাঙ্গের ভাবনা বিলাস
ভাষণের নামে ভাষা সন্ত্রাস পেটের ভাত জোগায়নি
যুদ্ধ যুদ্ধ যারা বলেছিল আদৌ যুদ্ধে যায়নি ll