জড়িয়ে তোমার বিবস্ত্র দেহ,লাজ-শরম
ফেজ টুপি,ধুতি,হিজাব কিম্বা শাড়ির পার,
সেখানে আমার চোট-জখম আর নগ্ন শ্রম
তুমি খোঁজ কোরো;পেয়ে যাবে প্রিয় বারংবার ll
না থাকুক প্রতিদানে হাতে এক গুচ্ছ ফুল
না থাকুক ইতিহাসে সামান্য লেখা জোখা,
বোরখা বা শাড়ি রেশমে বেঁধেছি l ছিন্নমূল
অখ্যাত শত রেশমী সুঁতোর গুটিপোকা l
আমি তো তোমায় নিয়ত পেয়েছি নিরাভরন
খোঁজ কোরো প্রিয় মুড়েছি তোমার শত প্রথা
ফেজ টুপি,ধুতি,হিজাবে,শাড়িতে;ধর্মে নেই
ধর্ম তোমার,পোশাক তোমার স্বাধীনতা ll