গোস্তাখি মাফ হুজুর তোমার ভারত আমার নয়
তোমার ভারত মানে তো কেবল জয় শ্রী রামের জয়
আমার ভারত রাম রহিমের স্বাতন্ত্রে বিশ্বাসী
আমার ভারতে বহুজাত,বহু ঈশ্বর,ভাষাভাষী
আমার ভারত গণতন্ত্রের জীবন্ত দেবালয়
গোস্তাখি মাফ হুজুর তোমার ভারত আমার নয় l
তোমার ভারত বিজ্ঞাপনের সুবাদে হুজুর ধন্য
এখানে গরীব তস্য গরীব,ধনী অবস্থাপন্ন
আমার ভারত হতদরিদ্র দিয়ে চলে বলিদান
তোমার ভারত ত্রিশূলের নখে ব্রান্ড হিন্দুস্থান
এহেন দেশের আকাশে বাতাসে কসাইখানার ভয়
হুজুর তোমার হিন্দুস্থান আমার ভারত নয় l
হুজুর তোমার মূর্তির দেশ প্রকাশ্য দিবালোকে
সংবিধানকে আগুনে ঝলসে মাটি ভিজিয়েছে শোকে
অথচ তোমার কপালে জুটেছে আখ্যা জনদরদী
তোমার ভারতে প্রতিবাদ-টাদ ভীষণ দেশ বিরোধী
আমার ভারতে মুক্ত কণ্ঠ হোক চির অক্ষয়
গোস্তাখি মাফ হুজুর তোমার ভারত আমার নয় ll