আঘাত করেনি নীতিবর্জিত ঘৃণা
আঘাত করেনি খিদের এক সফর ,
আঘাত হেনেছে মৃত্যুর থেকে বেশী
যন্ত্রনাভরা মূহুর্তগুলো তোর l
দেখেছি যে তোর মন কেমন উদাস
দেখেছি যে তোর বিরান মাতৃক্রোড়,
জীবন দিয়েছে মৃত্যুর থেকে ভারী
যন্ত্রনাভরা মূহুর্তগুলো তোর l
তুই নেই l তবু উৎসব,তবু প্রেম l
শহরে আলোর রোশনাই,জ্বালে বাতি l
স্মৃতির দেয়ালে নির্বাক ফটোফ্রেম
এ সময় তোকে ভুলে যাবে রাতারাতি l
স্পর্শ করেনি মোমের উন্মাদনা
অতলস্পর্শী ব্যথার শোক সাগর l
ঘুম নেই,আজ স্পর্শকাতর মনে
যন্ত্রনাভরা মূহুর্তগুলো তোর l