না বোধহয় ততো ভয়ানক নয় নৈরাজ্যের মার,
বোধ করি ততো ভয়ানক নয় শাসকের দাঁত নখ l
না বোধহয় ততো গুরুতর নয় মিথ্যের গুরুভার
ভয়াবহ দেখে শুনেও না দেখা মাছের বরফ চোখ l
প্রশ্ন এটা না রাজপথে কেন নীরবে বহু শহীদ,
প্রশ্ন এটা না কেন কাঁটাতার,ব্যাপক জোর-জুলুম l
প্রশ্ন এটা না কেন এ ক্ষমতা ক্রমশ প্রশ্নাতীত
প্রশ্ন জাগায় প্রশ্নবিহীন মন্ত্রমুগ্ধ ঘুম l
এলডোরাডোয় বেমানান মুখে মুখে তেভাগার গান
উপেক্ষা ভরা সস্তা রক্তখরচ অনর্থক l
গা-সওয়া যখন অসহমতের প্রাপ্তি অসম্মান
ভয়াবহ লাগে মাছের বরফ স্বপ্ন বিহীন চোখ l