একটা প্রতিস্পর্ধা চাই,
হিমালয়ের চূড়ার মত মাথা তুলে দাঁড়াবার,
প্রত্যন্ত গ্রাম হতে রাজধানীর প্রানকেন্দ্র পর্যন্ত,
প্রতিটি নারীর মনে,রন্ধ্রে রন্ধ্রে,শিরায় শিরায়,
নারী নই,মানুষ আগে,সকলকে বুঝিয়ে দেওয়ার !
একটা প্রতিস্পর্ধা চাই,
জ্বলে ওঠা মশালের জ্বলন্ত শিখার মত,
"যুগে যুগে জগত সংসার গড়ার পথে,
আমি নারী,অংশ যদি সমান নিয়ে থাকি",
আজ অঙ্গীকার থাক,
নিজ প্রাপ্য সমানাধিকার ছিনিয়ে নেওয়ার !!!
একটা প্রতিস্পর্ধা চাই,
চোখে চোখ,কাঁধে কাঁধ মেলাবার সাহসে দুর্বার,
বিজ্ঞাপন বা পর্নোগ্রাফির লালসা মেটাবার শরীর নই
আমি নারী,হে পুরুষ,এ সংসারে সহযাত্রী তোমার !!
একটা প্রতিস্পর্ধা চাই,
কালবৈশাখীর ঝোড়ো দামাল হাওয়ায় মত,
সলজ্জ ঘোমটা বা বোরখার,
স্নেহ,মায়া,ভালোবাসা,দায়িত্ব কর্তব্যে বা মমতার,
যে গন্ডিতে সবাই প্রত্যাশা করে তোমায়,
প্রত্যাশিত সে সাম্রাজ্যের একা অধীশ্বরী তুমি নও,
পুরুষেরও দায়িত্ব সমান,
আজ প্রয়োজন সে সহবত শিক্ষা দেবার !!!
হ্যাঁ,......
আজ বড্ড দরকার,
একটা প্রতিস্পর্ধার,
দ্বিধা দ্বন্দ্বের রক্ষণশীলতা ছিঁড়ে বেড়িয়ে আসার,
শুধু তাত্ত্বিকতা বা ভাষণে নয়,
নারী পুরুষের সমানাধিকার,
বাস্তবের কঠিন মাটিতে,
তোমাকেই নিতে হবে প্রতিষ্ঠার ভার !
একটা স্পর্ধা চাই ঘুরে দাঁড়াবার ,
পারলে তুমিই পারো
বুঝে নিতে নিজ অধিকার !
নচেৎ,..মিথ্যে,
এত ঘটা,আয়োজন,
নারী দিবস পালন,
সবই যে বেকার !!!