চোখ,
কোটরে কোটরে উজ্জ্বল বনমোরগের ফুলের মতন;
রাত্রির কুলুঙ্গি আলো করে জ্বলেছিল ঠিক যেন মশালের মতো ।
বাংলার ঝোপঝাড়ে পথে প্রান্তরে
তখন আঁধার ফিকে জোনাক এনেছে পূবে ডিমের কুসুম
ডাকপিওনের মতো শান্ত সে ভোর
খবর এনেছে সাথে আল বদরের ফাঁকা হেড কোয়ার্টারে
বস্তাবন্দি ডাই অক্ষিগোলক
একঝাঁক তরতাজা ঘুমন্ত জোনাকির রক্তজবার মতো উপরানো চোখ।

চোখ,
এখন প্রতীক জমাট স্থির ফলকের মতো
স্পন্দন খসে গেছে হাল্কা হাওয়ার তোড়ে পালকের মতো
সুদূরপ্রসারী শিখিপাখা
বালুচরে আঁকিবুঁকি ঢেউ দিয়ে ধুয়ে গেছে সময়ের চাকা।
কেবল ফলক
এক জোড়া চোখ
মাটিতে ঝোঁকানো মাথা নিশ্চুপ জেসিবির উদ্ধত দাঁতে
চৌচির পাথরের মতো চোখ তবু চেয়ে আছে শত আঘাতে আঘাতে।