এখনো এ একুশ শতকে
তোমার মৃত্যুর অর্ধশতাব্দী পর
কেটেছে অনেক দিন,কেটেছে বছর,
মাটির পৃথিবী তবু কেঁদে খোঁজে কাকে,
হে মুক্ত বীর,আঁধারের ধ্রুবতারা
সে তো তুমি ; মৃত্যু যাঁর স্বপ্ন দেখায়,
দাঁতে দাঁত চেপে লড়ে বাঁচতে শেখায়,
ব্যতিক্রমী বলে কি হল না ঘরে ফেরা ?
নগ্ন খতিয়ান দেয় দেশ-দেশান্তর
পৃথিবীর মুক্তিকামী মানুষের ঢল,
শোষণের চিত্রনাট্য এক অবিকল
অক্টোবর,নিরর্থ ফেরে অক্টোবর !
কমরেড, বাস্তবের উলঙ্গ চেহারা
জন্মান্তর বলে যদি কিছু থাকে,
আবার কাতর কন্ঠ যদি পিছু ডাকে
একলা সেদিনও তুমি রবে ঘরছাড়া ll