ও
ভাই,
শুনছো?
যেও চলে,
একটু রোষো!
গতবারে তুমি,
বলেছিলে আমায়,
একটা গতি করতে,
আমি কিছু ভুলি নি ভাই!
তোমার চাকরি কনফার্ম!!
আর কোনো অসুবিধা নেই তো?
যাক ! যাক ! এবার কাজের কথা!
দেখছি তোমরা নীরবে যাও চলে?
লাইন রাখা আছে,হবে না কোনো চাপ,
বাড়ির সবাই দেবে তো ভোট ঠিকঠাক?