বেসুমার এক মরসুমী হাওয়া,শিয়রে হাজির
নির্বাচন
কিছু মরীচিকা মুখে রঙ মাখে,ছুটে চলে ভীড়
নির্বাচন
মুখোশে হারায় নেতা অভিনেতা,মোক্ষ আসলে
নির্বাচন
কারোর অঢেল কারোর বা জেল জরিমানা,চলে
নির্বাচন
বুনিয়াদী শত প্রশ্ন নীরব,কাদের জন্য
নির্বাচন ?
যোগ-বিয়োগের রাশিফলে কারা অগ্রগন্য
নির্বাচন ?
কখনো যাঁদের ডাকেনি সুদিন,দেয়নি আওয়াজ
উন্নয়ন
হঠাৎ দুয়ারে বলে করজোড়েঃ" দেখবেন,আজ
নির্বাচন " !