মাথার আকাশজুড়ে অধীর প্রতীক্ষারত দলে দলে চিল ও শকুন
এমন সময় আসে না তো খুব অহরহ একটা শতকে রোজ রোজ,
সহজলভ্য বহুযুগ পর খাদ্যের সমারোহ ; সদ্যমৃত খুন
অঢেল টাটকা তাজা মরদেহ পথেঘাটে,মহার্ঘ্য নয় মহাভোজ l
এমন সুদিন আর এসেছে কখন আগে,অবিরত লাশের মিছিল
এনেছে বার্তা বয়ে বিপুল সম্ভার লোকালয়ে পাওয়া যাবে ধাপে ধাপে,
এক শতাংশ হারে অন্তর্জলি যাত্রা হলে তালিকায় হবেই সামিল
আরো কিছু শতাংশ অভুক্ত গনশব উদ্ভুত সাঁড়াশির চাপে l
সুবর্ণ সুযোগ,সংক্রমনের অঙ্কটা পাকাপাকি খেটে গেলে ব্যাস...
হাজার শক্ত হোক,এবারের মন্দায় আতঙ্ক হোক এনক্যাশ l
লাল কার্পেটে মোড়া বিমূর্ত দুনিয়ার বিধাতারা ভক্ত বৎসল
সুরক্ষা বলয়ের রেস্তো না দিতে পেরে মারা গেল নীচের মহল ll