● দু'নয়ার দুনিয়া ●
কারো প্রানপাত ঘামে বসবাস যোগ্য
কারো পড়ে পাওয়া ষোল আনা উপভোগ্য,
কখনো বা কারো চোখে হয়েছিল সে প্রিয়া
আবার কারো বা চোখে দু'নয়ার দুনিয়া l
নিস্প্রান আবিশ্বে মেলে শাখা প্রশাখা
ধারন করেছে প্রান,বহুরূপী পতাকা l
কারো চোখে ভুরি ভুরি প্রভুর মাহাত্ম্য
সীমানার কাঁটাতারে বহুকাল ব্রাত্য
সে নীরব l শুনি তাঁর উদার্ত্ত আহবান
ছুঁয়েছে স্নেহের বুক পেতে মাটি সন্তান l
সে স্নেহ পরশ পেতে লাগে যদি অনীহা
ক্ষমা কোরো নিজগুনে,দু'নয়ার দুনিয়া l
● সবসমেত ●
এই যে এক সমুদ্র স্নান
সাজানো গোছানো ফুল বাগান
জানি মুঠো খসে ঝরবে রেত
ভালোবাসা? সে তো সমেত l
এক যে বৃন্তে দুইটি ফুল
যদি তারা হয় অহি-নকুল
মেলাবে মানব শষ্যক্ষেত
ভালোবাসা? জেনো সবসমেত l
অধুনা এখানে যে বারোমাস
গোলাপ বাগানে ধুতরো চাষ
স্হান করে নেবে শুভ্র শ্বেত
ভালোবাসা...রবে সবসমেত l
আজ ভরা হৃদ প্লাবিত গাঙ
কাল মজা নদী সে l সুতরাং
হবো সাথী এলে কালের প্রেত
ভালো যে বেসেছি সবসমেত l