নেশাতুর বার,বসন্ত বাহার,মনে ঘুমন্ত পশু,
সাইলেন্স জোন,তাজা হরমোন,ছাড়েনি দুধের শিশু !
পোড়া সিগারেট খোঁজে তলপেট,বিকৃত কামনায়,
সারা দেহে ক্ষত,পোশাকে রক্ত,কান্নারা অসহায় !
ডিজিটাল দেশ,ডিজিটাল সেক্স,শত ধর্ষণ মাফ,
হে জন্মভূমি,ধর্ষিত তুমি,আঁচলের নীচে পাপ !
মেকি পলিটিকস,বাক্যবাগীশ,চেতনায় পেজ থ্রি !
মূক প্রশাসন,গণধর্ষণ চলে বিলকুল ফ্রী l