জল ছাড়া কিছু মাছ
লাল টপকানো জিভে
আরশের টোপে জীবন প্রদীপ-থাকে থাক যাক নিভে।
মগজে ফিনিক্স পাখি
স্বাধীন হবার হোড়ে
কে জানে কখন অতর্কিতেই ভূরাজনীতির বোড়ে।
আরশে জীবন প্রদীপ
টোপ। আর আলজিভে
বিপ্লব থেকো বেঁচে থেকো পারসেপশন ন্যারেটিভে।
অন্ধ কার ও অন্ধকার
কে কাকে দিচ্ছে কভার ফায়ার
লাভা অগ্ন্যুৎপাতে ?
আগুনে পাখির লেবাসে যে যার স্বার্থের সংঘাতে।
মতের অমিল এ ব্রোথেলে
মতের অমিল আজ এসো তবে মিলে যাই কোনো এক কনডেম সেলে
সবকিছু ফেলে হেসে খেলে।
এ কেবল ভীড়
না দেশ না মহাদেশ সহাবস্থান নয় স্বগোত্রে হোক নতশির
পরীক্ষাগার ধরনীর,
এ নীড়ের কেউ নয় এ কেবল উন্মাদ ভীড়।
বোঝা দায়,বলা ভারি শক্ত
বয়ে গেছে কে তিতিবিরক্ত
ব্যথার সাগর সিচে প্রান কড়ি গুনে বারে বারে কেনো কিনি স্বাধীনতা ?...
এ আমার প্রথা ।।