কমরেড আজও ধর্ষিত হয় অর্জিত স্বাধীনতা,
কমরেড আজও সাম্যের বাণী স্বপ্নের রূপকথা !
এত বঞ্চনা বুকে নিয়ে তবু বেশ তো ঘুমিয়ে আছি,
কমরেড আজও এদেশে আমরা আগুনের মাঝে বাঁচি l
কমরেড আজও যে যার প্রহরী,কাঁটে বিনিদ্র রাত,
সবহারাদের এখনো ঠিকানা রাস্তার ফুটপাত !
এখনো আমার বিবস্ত্র দেশ,শরীরে ক্ষতের দাগ !
এখনো এদেশে পুঁজিবাদী হাতে আমার সিংহভাগ !
কমরেড আজও মৌনই থাকে ঘেন্না রাগের ভাষা !
ক্ষুধার রাজ্যে অন্ন যুগিয়ে নিজে বিষ খায় চাষা !
কমরেড আজও মানবাধিকার বিপন্ন বারোমাস,
দেশ মাতা আজও কোলে তুলে নেয় শিশু শ্রমিকের লাশ !
কমরেড আজও আমার এদেশে গনধর্ষিতা নারী !
কমরেড আজও শ্রমের মজুরি জুটেছে গলায় দড়ি !
প্রলেতারিয়েত শ্রেনী সংগ্রাম পথ ভুলে দিশেহারা !
কমরেড আমি তোমায় বলছি! শুনছো চে গুয়েভারা?
কমরেড বাড়াও তোমার হাত,
স্তিমিত রক্তে ডাক দিয়ে যাক অন্তিম সংঘাত l
হাতে হাত রেখে ব্যারিকেডে হোক প্রতিরোধ দুর্বার,
ক্ষুব্ধ মিছিল দুহাতে ছিঁড়ুক শোষণের কাঁটাতার l
চেতনায় দাও সাড়া,
ডাকছে এদেশ,তুমি একবার আসবে চে গুয়েভারা ?