দেবে ? অনুদান নয়,প্রান দাও অন্ধ প্রতিষ্ঠান
সমস্ত খেলার শেষে ফেরারী ডানায় ঘুরে ফেরা
বিবস্ত্র গণিকা বেঁচে শ্রম,নয় আত্মসন্মান
মোরাম বিছানো পথে টিকে থাকে গৌরীসেনেরা l
দিলে কিছু ওম দিও আগামীর রুদ্ধ সংগীতে
শুক্ল পূর্ণিমা চাঁদে চেতনার বসন্তপঞ্চমী,
বিপ্লবের জন্ম সে তো সময়ের নিষিদ্ধপল্লীতে
পুনরুচ্চারিত হোক ফের "জল জঙ্গল জমি" l
বিশল্যকরণী দাও,কাজ নেই আজ শক্তিশেলে
ক্ষনজন্মা মেঘ হও,তৃষিত এ দিগন্তহাট,
হেমন্তের শালমলী ধান যাক নিরন্ন তিজেলে
মানুষের মাঝে এসো মুকুট বিহীন সম্রাট l