ঐ যে দেখছো প্রশস্ত পথ,বড় রাস্তার পাড়
কালকে অবধি ওখানেই ছিল জীবনের সংসার,
পথের জীবন একক জীবন পথ দিয়েছিল শিক্ষা
অথচ সে ছিলো বড়ো স্বাভিমানী,কখনো চায়নি ভিক্ষা
সম্বল ছিল নোংরা পুঁটলি,সম্বল ছিল রাস্তা,
সম্বল ছিল ময়লা পোশাক,পথের জীবন সস্তা !
সম্বল ছিল খোলা আসমান,নিদাঘ্ রাত্রিদিন
অসচ্ছলতা প্রতি পদে তবু ছিল প্রত্যাশাহীন l
এ আর এমন নতুন কি কথা, হয়তো তোমরা ভাববে
আমি নিশ্চিত,জীবনকে পথে তোমরাও দেখে থাকবে
সচেতনভাবে সমাজ যাদের কেড়ে নেয় পরিচয়,
মরেনি পৃথিবী,মাটির পৃথিবী মমতার আশ্রয় ll
আচমকা দেশে শুরু হয়ে গেলো উচ্ছেদ অভিযান,
পরিচয়হীন বহিরাগতরা এখানে পাবে না স্থান,
হিংসাত্মক রাজপথ জুড়ে লেগে গেলো কার্ফিউ
পথের জীবন লাঠিপেটা খেল,জায়গা দিল না কেউ !
চোরের মতন তোমার আমার শহরের গলিপথে
ঘুরে সে বেড়ালো অসহায়ভাবে,স্পন্দনহীন রাতে !
দিনের বেলায় যারা সমব্যথী,রাতে নির্দয় চিত্ত
রাতের পৃথিবী জানালো সে কথা কতটা চরমসত্য ll
গতকাল ছিল উত্তাল দিন,রাজপথে প্রতিবাদ
পায়ে পা মেলানো মিছিলে শপথ,ভাঙ্গে ধৈর্যের বাঁধ
সোচ্চার ছিল সমবেত রব কালা দিবসের ডাকে
চারিদিক থেকে আসা কলরব মিলিত পথের বাঁকে,
হঠাৎ সবাই দেখলো তাকিয়ে জীবন চলছে আগে
অপ্রতিরোধ্য ক্ষিপ্রগতিতে ঠিক সম্মুখভাগে !
যারা কাল তাঁকে ব্রাত্য করেছে,দুয়ারে দিয়েছে খিল
তাদের দাবীর পক্ষ নিয়ে সে মিছিলে আজ সামিল ll
সহসা কঠিন লাঠির আঘাতে মাটিতে সে গেলো পড়ে
ছত্রভঙ্গ মিছিল ক্রমশঃ তফাতে দাড়ালো সরে
ফিনকি দিয়েছে কিছুটা রক্ত পিচরাস্তার পথে
শত্রুপক্ষ প্রস্তুত ছিল মারমুখী দ্বৈরথে
পড়ে গিয়ে তবু উঠলো আবার,উঠলো এক জেহাদ
সবার এদেশ,এককসত্তা রেখে গেলো প্রতিবাদ
নির্দেশ ছিল নিষ্ঠুর,লাঠি বর্ষালো ঘিরে ধরে,
দিন শেষে কাল পথের জীবন রাজপথে গেলো ঝরে l
ঐ যে দেখছো প্রশস্ত পথ,বড় রাস্তার পাড়
কালকে অবধি ওখানেই ছিল জীবনের সংসার ll
জীবন যেখানে থেমে গেল আমি আজো বিশ্বাস রাখি
সেখান থেকেই উড়েছে ফিনিক্স,আগুনের এক পাখি,
যুগ থেকে যুগে ডেকে সে বেড়াবে অগুনতি চেতনায়
আমার কলম রইলো নীরবে বিবেকের ভূমিকায় ll