সুবোধ না হয় থাক গে গা ঢাকা দিয়ে
যেখানে আলোর ক্ষুদ্র উপস্হিতি,
সুবোধ এ ধারা চলোর্মি পথ গিয়ে
স্মরণিকা নয়,আঁকছে শেষ গ্রাফিতি l
সে তো ফিরে গেছে কবে টোকা মেরে দ্বারে
জবাব পেয়েছে-নিজের জন্য বাঁচা,
সে এসে ফিরেছে অনাহুত বারে বারে
সে শুনেছে ভিড়ে তারই গপ্পো গাছা l
সুবোধ না হয় থাক গে গা ঢাকা দিয়ে
জীবন যখন জীবনের হাতে জুয়া,
সুবোধ ভাসান,মূক নীরবতা নিয়ে
গভীর রাতের প্রসব হুক্কাহুয়া ll