"সু" ডাকি না "কু"
শাস্ত্রে আছে,ক্যামন দ্যাখো
মিলছে হুবহু l

"সু"? না না না "কু",
মানলে আশীস,না মানলে বিষ
মিলতো তথাস্তু l

"সু" ডাকি না,"কু"
অচিনপুরের এক দেহাতি
ছোঁয়াচ বেঁচে ফিরলো বাতি,
বাঁধ ভেঙে কনঃ " হেই বাবুসাব
তু,ভগবান তু l"