প্রতি ভোট শেষে তুমি আমি সেইখানে
খুঁজে খুঁজে ফিরি গনতন্ত্রের মানে
দেখি ঘটে চলা সংখ্যার জাগলারী
ভোট আসে যায় তুমি আর আমি হারি!
তোমার আমার পূর্বজদের লহু
বেশীদিন নয়,শুষে গেছে ইংরেজ
স্বাধীন দেশের নকশা এক হুবহু
তোমার আমার রক্তে কারো ইমেজ!
প্রতি ভোটে তুমি আমি করি চাক্ষুষ
আগাপাশতলা লোপাট কত মানুষ
তবু ভোট চাই,ভোট বড় দরকারি
ভোট মিটে যায়,তুমি আর আমি হারি ll