জানিনা এ গোলার্ধে বসন্ত এসেছিল কিনা
জানিনা কি করে আজো বেঁচে থাকে গফুর আমিনা l
জানিনা এ মাটি থেকে কতদূরে থাকে চাঁদমারি
রাজপথে রুটমার্চ-এখনো বাতাস হয় ভারী l
ছোট ছোট কথা আর কবে হলো পূর্ণ কাহিনী
জানি কেউ বুঝবে না একচিলতের টানাটানি l
জানিনা এ সমুদ্রে বাঁচে কিনা লালনের গান
কত প্রান সঁপে তবে অহল্যা নিথর পাষাণ l
মহীনের ঘোড়া আজো পায় কিনা মুক্ত আঙ্গিনা
জানিনা l যেখানে রোজ বাস করে চাপ চাপ ঘৃণা l
জানিনা,জানিনা কবে ছুটি পাবে প্রমীলা বাহিনী
এ দুনিয়া করে যাবে হাহদ্দ দঁড়ি টানাটানি l
এখনো নদীর টান খোঁজে কোনো মুক্ত মোহনা
এমন মানব জমি ফলাতে পারত খাঁটি সোনা l
এখনো তো মুখে মুখে বিশ্বাসে ফেরে সারিগান
সকলের খাওয়া শেষে এখনো যে মায়েরাই খান l
জানিনা তবুও কেন স্বপ্নের দেশে রাহাজানি
মুক্তিসূর্য প্রতি ভোরে তবু দেয় হাতছানি l