ঢুলু ঢুলু চোখে পূর্ণাবয়ব দূর গগনের শশী
কামুক হৃদয়ে ভ্রমর খুঁজছে ডানাকাটা উর্বশী
মদিরাপাত্রে তরল বন্যা,এতো সবে ভর সন্ধ্যা
আঁধার বাসরে পসরা সাজলো রাতের রজনীগন্ধা l
নিঝুম প্রহর, সারমেয়দের সজাগ রাত পাহারা
এখানে তারাই,মুখোশের ভিড়ে হারিয়ে গিয়েছে যারা
সহযোদ্ধারা ধরেছে এখানে একে অপরের হাত
রজনীগন্ধা,অদ্য রজনী দেবে কি পেটের ভাত ?
রজনীগন্ধা,রজনীগন্ধা,সকলি গ্রহের ফের
পরন্ত বেলা,বিকেলের ফুল পায় নাকো খদ্দের
প্রখর দুপুর দুপায়ে মাড়ায় সাহায্য প্রত্যাশী
আজকের সাঁঝে গাঁথা মালা কাল দিন ফুরালেই বাসি l
অবশেষে কোন মত্ত সোহাগ টানলো দু-বাহুডোরে
পাশবিকতার রোজনামচাকে আঁকলো চাদর জুড়ে
উপরে তখনো মধুচন্দ্রিমা চাঁদ গোলাকার থালা
নীচে ম্রিয়মান দুর্ভাগ্যকে বইল বন্হিজ্বালা ll
এভাবেই আসে প্রত্যুষা,কাটে জীবনের বহু রাত
পরিচ্ছন্ন শহরকে রোদ জানায় সুপ্রভাত
উপমার চাঁদ উপমাই রয় কলঙ্ক দাগ পুষে
আঁধারে হারায় ব্ল্যাক হোল কালি ব্লটিং পেপারে শুষে l