আমাদের ছিলো ছেলেবেলা মেয়েবেলা
লতায় পাতায় অমরাবতীর সই
ভাব আড়ি ভাব তেপান্তরের ভেলা
এবং,সে ছিলো ; বিন্নি ধানের খৈ l
বাঁদা ঝোঁপ ঝাঁড় সপ্ত সাগর জিনে
ফিরে এলো রাজপুত্তুর,শুক-সারি
সে ফিরে এলো না l সোদা এ ঘাসজমিনে
ফিরে ফিরে এলো মিথক আর বায়োনারি l
সকলের ছিলো ছেলেবেলা মেয়েবেলা
সে যেন কেবল সন্ধ্যার সাঁঝবাতি
সাঁঝের দালানে মঙ্গলদীপ মালা
ক্ষণকাল জ্বলে নিভে গেছে রাতারাতি l
তৃতীয় বিশ্ব ব্রাত্য তৃতীয় লিঙ্গ
দ্বীপান্তরীত,তবুও মগ্ন ধ্যানে
যেন দধীচির অস্থি গড়া স্ফুলিঙ্গ
প্রার্থনা সব থাকুক সসন্মানে l