তোমার প্রত্যন্ত ' ডেরা ' থেকে
উড়েছিল যে নিশানখানি,
সুদূর এপারে মধ্যরাতে
শুনি তার তীব্র প্রতিধ্বনি l

দামাস্কাস,ঘৌওতার পথে
বিপদ সমুদ্যত ছিল
মৃত্যুর ক্রূর ইশারাকে
মানবতা বুক পেতে নিল l

তোমার শিশুরা বলে গেল
ঢলে পড়া সূর্যের কাছে
কিছু উষ্ণতা দিও তুমি
পৃথিবী শীতল হয়ে গেছে l

নরক,সিরিয়া তুমি নরক !
পৃথিবীর দগদগে ক্ষত !
জানালাম আমরা তোমাকে
নরকে সপতে সম্মত !

অদূরে আকাশ করে কালো
আমাদের গৃহকোণ সুখী
সহসা চমকে উঠে দেখি
আমরা যুদ্ধের মুখোমুখি ll

*****************************
ডেরা :- এখানেই কর্মসংস্থানের দাবীতে ও দুর্নীতির বিরুদ্ধে সিরিয়ান জনগণ আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে l
******************************