দুঃখ যাঁদের পৃথিবী গড়েছে
               তুমি কী দুঃখ দেবে
        ভাবো ভাবো আরো নিত্য নতুন
               পথ বার করো ভেবে
        ভাবো আরো কত স্মারক,সৌধ
                মহল বানানো যায়
        বিবস্ত্র প্রায় গরীবকে পিষে
                জুতোর শুকতলায়
        তুমি কী তাঁদের অনুদান দেবে
                যাঁরা শেষ সম্বল
        হেলায় বিলিয়ে প্রতিদানে হেসে
                কিনেছে চোখের জল
        যাঁরা আজো বয় তোমার শকট
                তাঁদের ভরসা পদ
        তাঁদেরই রক্ত জল করে গড়া
                ক্ষমতার মসনদ
        অথচ জনম দুখিনী যাঁদের
                নিয়ত আঁতুরঘর
        আর যাই হোক, তাঁদের রাজ্যে
                তুমি নও ঈশ্বর ll