হয়তো বা কোন ক্ষনের ভুলে অনাহূত এক নিমন্ত্রিত
পথ চলি তাই ভীষণ রকম উপেক্ষিত !
সম্ভাবনার প্রহর যখন স্বপ্ন ছড়ায় দিগ্বিদিকে,
আমার তখন বিবর্ণ দিন আস্তাকুড়ে বড্ড ফিকে l
নিদ্রাবিহীন দুঃসহ রাত তাই স্বাভাবিক,প্রত্যাশিত, জীবন সূর্য দূর সীমান্তে অস্তমিত l
এখানে সময় দিন প্রতিদিন নির্মমতায় আঘাত করে,
এখানে গোপনে রুদ্ধ ব্যথারা অশ্রু ঝরায় সমস্বরে l
বোধ করি আজ বেঁচে থাকাটাও নিয়ন্ত্রণের শর্তগত l
বাদের খাতায় নাম লিখে যাই হিসাবমতো l