আমার এক আকাশ প্রতিজ্ঞার নীচে
তোমার মাটির স্বপ্ন কোথায়
আমার আত্মমগ্ন কোমোডের রঙীন ফ্লাশের তোড়ে
কোথায় তোমার চোখের জল...
সব কি ফাঁকা আওয়াজ ছিল ? স-অ-অ-ব ?
হে আমার অন্ধকার আঁতুরঘর,
ভুলিনি----ভুলিনি তোমায়
ভয় নেই,
আজ হারাবো না হঠাৎ পাওয়া বিসম আলোর জোয়ারে
একটাই প্রার্থনা,
জীবন গুমনাম কেটে যাক ক্ষতি নেই,
গুমসুদা মৃত্যু দিওনা আমায়
এখনো অনেক ঋণ তোমার কাছে
যাবার আগে চুকিয়ে যাব অক্ষরে অক্ষরে ll