সহসা কুহোরে বিদ্যুত চমকালো
ঝঞ্ঝাবর্ত ঝোড়ো ইঙ্গিত দিল,
রুদ্ধ কপাট,নীরবে রইলে ঘরে
মুহূর্তগুলো মুহূর্তে কেটে গেল l

কালানুক্রমিক নিমেষের অবহেলা
শ্লথপদে ফেরে সকাল সন্ধ্যাবেলা,
জের টেনে গেল সময় সরণী ধরে
অনভিপ্রেত বাঘবন্দির খেলা l

হে জীবন,আজ নিজেকে প্রশ্ন করো
কি মোহে ভঙ্গুরতাকে আঁকড়ে ধরো !
বিলম্ব অবিলম্বের ধ্বংসকে
দ্রুততার সাথে নিশ্চিত করে আরো l

সঙ্গত নব যুগের দমকা হাওয়া
বাস্তবতাকে রোজ করে পিছু ধাওয়া,
তবে কেন স্রোত প্রবাহের বিপরীতে
অসংলগ্ন উজানের পথ বাওয়া !

দুঃস্বপ্নের ছায়ারা দীর্ঘতর
ক্রমাগত বেড়ে বহরে হয়েছে বড়,
নিঃসহায়ের সহায় কে ছিল কবে
শুনেছ,শুনছো ঝড় আসছে আবারো l

সে ঝড় শীঘ্র আছড়াবে বাস্তবে
জলোচ্ছ্বাসের বাঁধভাঙা কলরবে,
পরোয়া করি না,সে দিন থাকি না থাকি
যন্ত্রণাগুলো তোমায় ঠিক ভাবাবে ll