যদি প্রকৃতই দেশপ্রেমী হও,
অন্ততঃ একবার সীমান্তে দাঁড়াও,
কতটা স্বাধীন !...থাক সেই আলোচনা
যাদের প্রানের দামে স্বাধীনতা কেনা,
বাহবা চায়নি তাঁরা,প্রকাশ্যে আসে না l
তুমি মুক্ত,সংকল্পে তাঁরা অবিচল
তাঁরা স্থির কর্তব্যে সীমান্তে অটল,
সহনাগরিক তাঁরা,তাঁরা সৈন্যদল !
স্বতঃপ্রনোদিত সংকট সমাধানে
তাঁরা আছে উদ্ধারে,তাঁরা আছে ত্রাণে,
তাঁদের অমর কথা আত্মবলিদানে l
চিতাভস্ম বুকে জ্বলে সে অমরজ্যোতি,
মুক্ত হাওয়ায় তুমি কষো লাভক্ষতি !
তুমি কি তাঁদের কেউ হও ?
পূর্বপুরুষের রক্ত ধমনীতে বও ?
সমালোচনার আগে একবার সীমান্তে দাঁড়াও l