এমন কী হয় ?
কী এনেছি নিয়ে যাবো ? একদন্ডে ছেড়ে যেতে এমন কী হয়
ঘর দোর পাপ পূন্য ইহকাল পরকাল অতিরঞ্জিত মনগড়া
ওসবে বিশ্বাস নেই l তবুও কী আছে যার টানে ফিরে আসা
                  নিসর্গের দিনরাত্রি,নৈঃশব্দের ভাষা
যেমন নষ্ট কীটদ্রষ্ট কোল অনুরাগে ছোঁয় কোনো উষ্ণতর ভোর
বহু নীরবতা ভেঙে শুয়ে থাকা পৃথ্বীও একদিন ভাঙ্গে
আড়মোড়
দ্রোহ? না সে দ্রোহ নয় l কী এনেছি দিয়ে যাবো ? এক দন্ডে ছেড়ে দিতে পারি শুধু এ দেহ নশ্বর
তারপর মুখোমুখি কপর্দক শূন্য এক ন্যাংটো দিগম্বর
          লুকোবার মতো কিছু ছিলো না তো যার
  আলোকে ভাস্বর করে ফেরা এক গাঢ় অন্ধকার ll