হে সাথী,আজকে কোনো কাব্যিকতা নয়,
লিখে যাই অভাগার আত্মপরিচয়
পৃথিবীর ক্ষমাহীন বিষণ্ণ বাতাসে,
মনখারাপের সুর রোজ ভেসে আসে
নানা অছিলায়,
এভাবেই দিন কেটে যায় l
জন্মের প্রথম লগ্ন লিখেছে ললাটে
সংক্ষিপ্ত জীবন,মৃত্যু অতি সন্নিকটে,
শতাব্দীর দুর্ভিক্ষের চিন্হ লেগে গা'য়,
চরম দারিদ্র কড়া নাড়ে দরজায়
নিয়ত সবেগে,
অভাবের তাড়নায় আজো উঠি জেগে l
অস্তিত্বের সংকট প্রহরে প্রহরে
শ্বাসরুদ্ধ জীবনের টুঁটি চেপে ধরে,
সমাধানসূত্র খুঁজে স্পষ্ট টের পাই,
নিজের ছায়ার সাথে চলছে লড়াই l
আমি এক কর্ণ,যার নিয়তির লেখা,
জীবনের যুদ্ধক্ষেত্রে বসে যাবে চাকা,
চূড়ান্ত পর্যায়ে এসে ভেঙে যাবে রথ
প্রাণান্তকর হবে বাঁচার শপথ l
নেই,তবু নেই আক্ষেপ,
সময় নাই বা দিল ক্ষতের প্রলেপ,
স্পটলাইটের নীচে পৃথিবী উন্নত
বাইরেটা চিরকাল ক্ষতবিক্ষত,
আজন্মকাল সেই আঁধারেই আছি
ক্ষুধার্তদের মাঝে আজও মরি বাঁচি,
সে আমার দুর্বলতা নয়
অভাগা গর্বিত জেনে এটা তার আত্মপরিচয় ll