পুরোদস্তুর দিন জেরবার
সুদিনের দিন গুনে ক্লান্ত,
প্রতিমুহূর্ত চায় নিস্তার
অথচ সময় উদভ্রান্ত l
এদেশের মাঝে আরো এক দেশ
দলিত্ সে দেশ অস্পৃশ্য,
ক্রমশঃ বিলিয়ে সব নিঃশেষ,
বদল হয়নি তবু দৃশ্য l
সে দেশটা আজও মরে মর্মে,
কোনঠাসা ওরা আর আমরায়,
মরে আজো ধর্মে-অধর্মে,
বিভাজিত বিত্তে ও চামড়ায় ll
ক্ষুধার চাবুকে ছোটে স্বপ্ন
খেটে খাওয়া দিন খোঁজে খাদ্য,
দ্বিধাহীন রাত হয় নগ্ন,
তবু থাকে শূন্য বরাদ্দ !
স্বাধীনতা এসেছে তো কবে সেই,
ক্ষমতায় ধূমায়িত স্বার্থ,
খানিকটা সদিচ্ছা থাকলেই
চিত্রটা বদলাতে পারতো l
বেদনা, হৃদয়গত বেদনা,
দুচোখের কোনে যদি আসে জল,
পাষাণের বেদীমূলে কেঁদো না,
অশ্রু থাকুক শেষ সম্বল l
তার চেয়ে গলা ছাড়ো সজোরে,
প্রতারিত দুনিয়ার নিঃস্ব,
বিদ্যুৎ ঝলসাক্ পাঁজরে,
দেখো শোনে কিনা সারা বিশ্ব l
জীবন চায়নি কোনো দ্বন্দ্ব
তবু অসহ্য হলে নির্জন,
সহসা শুনবে গোটা পৃথিবী,
ক্ষুধার্ত সিংহের গর্জন ll