কাল ছেঁয়ে ছিল স্যোসাল সাইটে মিম
ভাবটা এমন আমার কী এসে যায়
আজ বেজে ওঠা কলার টিউনে থিম
সতর্ক হোন,বিপদ দোরগোড়ায় l
কাল খেয়ালের ছিল না তো ত্রিসীমানা
আকাশে বাতাসে রটাতে স্রেফ গুজব
বোনা ফসলের আজ হল জরিমানা
খোলামকুচির মতো সহস্র শব l
আমরা ছিলাম ঝালে ঝোলে অম্বলে
ঢিল ছোঁড়া দূরে ইশারা,মেরেছি তুড়ি
জল বয়ে গেছে চোরাস্রোতে বহুদূরে
আমাদের মুখে বিজ্ঞের বাহাদুরী l
দেদার ছুটির অবকাশে হুল্লোরে
আমরা বুঝিনি,নৈব নৈব চ
সংকেত দিল বেপরোয়া আবহাওয়া
অনেক তো হল,এবার মানুষ হ l
※※※※※※※※※※※※※※※