কি ভেবেছো শুধু ওপরে ওঠার সিঁড়ি?
শূন্য কেবলই সংখ্যা শক্তি প্রদর্শনের
ধিকি ধিকি জ্বলে মৃত আগ্নেয়গিরি
প্রজন্ম থেকে প্রজন্ম বুঝি টেনে যাবে জের l
কি ভেবেছো বীরভোগ্যা বসুন্ধরা?
সত্যের নিস্প্রয়োজন ভীরু স্তাবকের l
শূন্য অঙ্কে বাকি শেষ বোঝাপড়া
পৃথিবীটা কার,মৌলিকতা না মৌলবাদের l