দিন শুরু হয় তোমার সুপ্রভাতে,
আমার তখনও জঠরে খাদ্যাভাব,
জন্ম থেকেই নিজেকে দেখেছি পথে,
অনাহূত,এক অযাচিত শৈশব !!!
তোমার শিশুরা কনভেন্ট স্কুলে পড়ে,
রাস্তায় ঘুরি আমার আদুল গা,
রুক্ষ মাথার চুল বাতাসেতে ওড়ে,
পড়বো-লিখবো মাথাতেই আসে না !!!
জোটে কপালেতে কোন দিন চড় কিল,
কাগজ কুড়িয়ে,ভিক্ষায় দিন যায়,
ক্ষুধার মিছিলে চকিতে হই সামিল,
ভবিষ্যতটা ধুকে মরে ধোঁয়াশায় !!!
দিন শেষ হলে তুমি আসো ফিরে ঘরে,
আমার জীবনও কাটায় প্রতিটা রাত,
শীত ও বর্ষা আসে বারে বারে ফিরে,
আমার ঠিকানা রাস্তার ফুটপাত !!!
জীবনটা নয় আমার নির্বাচিত,
তোমার নষ্ট যৌনতার অবদান,
পথশিশু বলে আমি আজ পরিচিত,
তোমরা বাঁচাও তোমাদের সম্মান !!!