তুমি চেয়েছিলে,
গানপয়েন্টে থমকাল স্বাধীনতা
তুমি চেয়েছিলে,
গনতন্ত্রের ভাঙা হল পিলসূজ
তুমি চেয়েছিলে,
ঝোড়ো সন্ত্রাস,প্রাদেশিক সমঝোতা
তুমি চেয়েছিলে,
জয় নিশ্চিত করে দিল কার্তুজ l
তুমি চেয়েছিলে,
বেয়োনেট হাতে উদ্যত জল্লাদ
তুমি চেয়েছিলে,
চাপা আতঙ্কে শুকালো চোখের জল
তুমি চেয়েছিলে,
বেপরোয়া মারে থেমে গেলো প্রতিবাদ
তুমি চেয়েছিলে,
মুখ বুজে সব মেনে নিল দুর্বল l
তুমি চেয়েছিলে,
সোনার বাংলা,শান্ত বঙ্গভূমি
তুমি চেয়েছিলে,
করো উৎসব,উৎসব করো তুমি l

যদি পারো তবে ক্ষমা কোরো ওগো নিঠুর ছলনাময়ী
ক্ষমা করো আজ তোমার আগত সুখের শরিক নই l
এখনো এখানে বালিশ ভেজায় অব্যক্ত যন্ত্রণা
শোকস্তব্ধ নেই রাজ্যের নেই কোনো সান্ত্বনা
কায়েমি স্বার্থ যেখানে দেশের সঙ্গে সমার্থক
সে দেশের বুকে বিপ্লব চিরদীর্ঘজীবী হোক ll