আজ দূষিত গরল মাঝ দরিয়ার নীলে
আজ প্লাবনে ভাসেনি সমুদ্র সৈকত
আজ ভোরের শিশিরে দানা বাঁধা সন্দেহ
আজ মোহনায় এসে একাকার নানা মত ll
আজ ব্যস্ত ঘড়ির থেমে গেছে টিক টিক
আজ কর্ম বিমুখ ভারাক্রান্ত মন
আজ খোলা অ্যালবামে স্মৃতিদের উঁকি ঝুঁকি
আজ চার দেওয়াল আর অতীত রোমন্থন ll
আজ ত্রিযামার কোলে ঝরা বহু ধূমকেতু
আজ তবু উচ্ছ্বাসে মাথা তোলে কিশলয়
আজ মাটির বিবরে স্পন্দিত ক্রমাগত
স্বাধীনতা মানে যথেচ্ছাচার নয় ll
আজ ভীড় থেকে দূরে পায়ে পা মেলানো পথ
আজ সংবাদ বড় একঘেয়ে,একপেশে
আজ বিবর্ণ যত জীবনের খেরো খাতা
আজ ছন্দপতন দিকে দিকে দেশে দেশে ll
আজ বিষাদ এনেছে স্তব্ধ চৈত্র মাস
আজ কোটর বন্দী চেতনারা জড়োসড়ো
আজ হৃদয় ভীড়ুক হৃদয়ের উপকূলে
আজ যে যার প্রহরী,একক দুর্গ গড়ো ll
আজ আনমনে কারো চির চেনা ডাকনাম
আজ দূরে-বহুদূরে কাছের আপনজন
আজ ওরা ভালো থাক নীল আকাশের নীচে
আজ নির্জনতার জীবন উদযাপন ll