উদিত সূর্যের দেশে গ্রহণের ঘোর অপচ্ছায়া
নিরুক্ত ভেসে যায় প্রভাতের সংযত দাবী
প্রতি চমকের ভাঁজে প্রসারিত নিস্ফল মায়া
শেষ অঙ্কে স্খলনের স্থিরচিত্র অবশ্যম্ভাবী l
সূত্রপাত শূন্য হতে,স্বাগত হে চোদ্দশো ছাব্বিশ
এখনো নিঃশব্দ রাতে অজস্র নক্ষত্রপতন
দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ শক্ত হাতে অটুট উষ্ণীষ
অথচ অবিশ্রান্ত দুরাশাকে ডাকে সহমরণ l
গল্প অসমাপ্ত থাকে,নিত্য ভাঙে গড়ে রাজ্যপাট
ক্লান্ত সৈনিক এক,স্বপ্ন সুদূরপরাহত,
আমি তো বলাকা,যার বেদনার গড়া চৌকাঠ
তিক্ত অভিজ্ঞতা দুর্ভাবনা ছড়ায় ক্রমাগত l
মুখবন্ধ হৃদয়ের পিটারা,হে চোদ্দশো ছাব্বিশ
অবিরত চোরাবালি সভ্য স্নায়ুর কথকতা
মুদ্রার দুপিঠ এক,স্বাগত তোমায়,কুর্নিশ
রক্তাক্ত হৃৎপিন্ড আজ,লিখলাম রক্তে সেকথা ll