জঠরে ক্ষুধার জ্বালা নিয়ে থাকা ফুটপাতের
ঐ অর্দ্ধনগ্ন ছেলেটি কি জানে স্বাধীনতার মানে?
ধর্ষিতা নারী আজও খুঁজে ফেরে বিচার
যদিও সে জানে স্বাধীনতার মানে!
অসহায় পিতার আদরের ধন
দিয়েছে বলি নিজের জীবন
সইতে পারেনি পণ নিয়ে গঞ্জনা
স্বাধীনতার মানে তার অজানা ছিল না!
রাম ও রহিম ছিল একসাথে
সহসা বিভেদ কোন এক প্রভাতে
স্বাধীন দেশে ছিল স্বাধীন
ধর্ম ভেদে আজ পরাধীন
তারাও খোঁজে স্বাধীনতা নিভৃত রাতে!
তবে কি নিখোঁজ স্বাধীনতা?
তাই কি শ্মশানের পথে মানবতা?
বন্দী বিবেক, নীতি পরায়ণতা
ফিরিয়ে দাও স্বপ্নের স্বাধীনতা!