লোভে চকচক দুটি আঁখি চায়
দুটো বিস্কুট লজেন্সের প্রত্যাশায়
অল্প কিছু পরই প্রতিক্ষার অবসান
উঠছে পতাকা বাজছে দেশের গান।

আজ আমাদের বড়ই গর্বের দিন
বহু রক্ত ঝরিয়ে হয়েছি স্বাধীন
চারিদিক আজ সেজেছে রঙিন
তেরঙ্গা পতাকায় মাতে নবীন প্রবীন।

অর্দ্ধ উলঙ্গ শিশুটির অজানা স্বাধীনতার মানে,
ক্ষুধার রাজ্যে বসবাস তার নজর খাবার পানে!

ইটের উনানে মুরগির পা হবে আজ মহাভোজ,
এমন স্বাধীনতা কেন আসে না  রোজ রোজ!

তিয়াত্তরের জননী হারিয়েছে তার কর্ম
সন্তানরা ব্যবসায় মত্ত ছেড়ে মানব ধর্ম!